সিলেটে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধার?

Sky Nguyen nguồn bình luận 999
A- A A+
আগস্ট ২১ তারিখে একাধিক বেনামী নিউজপোর্টাল থেকে “পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধার!” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের ছবিতে দেখা যায় বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিহিত কিছু পুলিশ মাথায় হেলমেট পরিহিত একজন ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। ইনসেটে একজন পুলিশ কর্মকর্তার ছবি সংযুক্ত করা হয়।
সিলেটে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধার?
दृष्टान्त

ছবিটি ফেনীর ডিবির ছয় সদস্যের দ্বারা ২০টি বার ছিনতাই এর ঘটনার।
DailyBBC24.com নামক একটি বেনামী নিউজপোর্টালে সংবাদটি প্রকাশিত হয়।
অপর কিছু নিউজপোর্টাল সংবাদের শিরোনামে উল্লেখ করে ঘটনাটি বাংলাদেশের সিলেট বিভাগের।

কাগজ কলম নামক এই নিউজ পোর্টালে ঘটনাটি সিলেটের বলে উল্লেখ করা হয়।
সংবাদগুলো বিভিন্ন গ্রুপ ও ফেসবুক প্রোফাইলে কপি-পেস্ট ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই সংবাদগুলোর কোনকোনোটির লিংক ফেসবুকে ১ থেকে ৩ হাজারের উপর লাইক, কমেন্ট ও শেয়ার পায়।

সত্যতা যাচাই
সংবাদের শিরোনাম ও সংযুক্ত ছবিতে ঘটনাটি বাংলাদেশের বলে ধারণা দেওয়া হলেও সংবাদের ভিতরে দেখা যায় সংবাদটি মূলত মধ্য আমেরিকার দেশ এল সালভাদর-এর। শিরোনামে ১০ তরুণীর কথা বলা হলেও, সংবাদের ভিতরে দেখা যায় “সাত নারী ও তিন শিশু”-এর উল্লেখ। এই সংক্রান্ত সংবাদ প্রায় তিন মাস পূর্বে মে মাসের ১৬ তারিখে যুগান্তর ও বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়।

Nguồn Tin:
Video và Bài nổi bật